Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, সিরাজগঞ্জ এর ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম


ভিশন এবং মিশন

ভিশন : 

যথাযথ প্রশিক্ষন এবং লাগসই  প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে   ৈবঞ্জানিক পদ্ধতিতে স্বল্প খরচে প্রান্তিক পর্যায়ের কৃষকের মাঝে সেচ সুবিধা সম্প্রসারনের মাধ্যমে কৃষকের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের পাশাপাশি খাদ্যে সয়ংসম্পূর্নতা অর্জন।

মিশন: 

ক) পরিকল্পিত ভাবে গভীর নলকূপ এবং লো লিফট পাম্প (এল.এল.পি) স্থাপন।

খ) নদী/খাল খননের মাধ্যমে বৃষ্টির পানি সঙরক্ষন করা।

গ) পাত কুয়া স্থাপন।

ঘ) স্মার্ট কার্ড বেইজড প্রি-পেইড মিটারের মাধ্যমে সেচ যন্ত্র পরিচালনা।

ঙ) এ.ডাব্লিউ.ডি পদ্ধতিতে ধান চাষ করা।

চ) ইউ.পি.ভি.সি পাইপের মাধ্যমে ভূ-গর্ভস্থ সেচনালা নির্মান এবং সম্প্রসারন করা।

ছ) ডিজিটাল ব্যবস্থাপনায় গভীর নলকূপের অপারেটরের ভাতা প্রদান।

জ) সেচ যন্ত্রের মালিক কর্তৃক সেচের বিনিময়ে উ্যপাদিত ধানের চার ভাগের এক অংশ গ্রহনের প্রচলিত রীতি রহিত করা।

ঝ) সেচ যন্ত্র স্থাপনের ক্ষেত্রে উপজেলা সেচ কমিটির ছাড়পত্র গ্রহনের বিদ্যমান সরকারী নীতিমালার পূর্ন বাস্তবায়ন নিশ্চিত করা।